সাতক্ষীরা সংবাদদাতা: বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ৬ দফা দাবীতে অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় পালিত হয়েছে। সম্প্রতি সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিবকল্পনা কার্যলয়ের সামনে এ অবস্থান কর্মসুচি পালিত হয়।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মোশারফ হোসেনর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠেনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এস এম নুর ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবকল্পনা কর্মকর্তার কার্যলয় সদর সাতক্ষীরা জেলা সভাপতি ও কেন্দ্রীয় সম্মনয়ক আলী হোসেন, স্বাস্থ্য সহকারি মো: মনিরুজ্জামন অফিস ইনচার্জ মো: আব্দুস শহীদ প্রমুখ।
বক্তারা বলেন, নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা ¯œাতক/ সমমান করে ১৪ তম গ্রেড প্রদান করা, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল ১১ তম গ্রেডে উন্নতিকরন, পদ্দোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরন, পূর্বের নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য পরিদর্শকের অভিজ্ঞতার আলোকে ¯œাতক পাশ স্কেলে আত্মীয়করণ করতে হবে, বেতন স্কেলে উন্নতীকরন পূর্বে স্বাস্থ্য সহকারীর স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেট প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পরবর্তী বেতর স্কেলের সাথে যোগ করতে হবে ও পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ন কারী স্বাস্থ্য সহকারী স্বাস্থ্যপরিদর্শকদের ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১ তম দিতে হবে।
উল্লেখ্য উক্ত অবস্থান কর্মসুচি সাতক্ষীরায় সব উপজেলায় এক যোগে অনুষ্ঠিত হয়।