গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ফিনিশ মশার কয়েল কারখানার কেমিক্যালের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ করে ছড়িয়ে পড়া আগুনে গোডাউনজুড়ে কালো ধোঁয়ার ঘন স্তর তৈরি হয়, চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক, মোঃ মামুন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কেমিক্যালভর্তি গোডাউন হওয়ায় আগুন দ্রুত ছড়াতে থাকে, পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

এ সময় স্থানীয় হাজী নূরুল ইসলাম মডেল একাডেমির শিক্ষার্থীরা এগিয়ে এসে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে। তাদের তাৎক্ষণিক সহায়তা ও স্থানীয়দের সচেতনতা আগুন নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও ফায়ার সার্ভিস জানায়, তদন্ত শেষে মূল কারণ জানা যাবে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে জনসাধারণের ভিড় নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।