হাটহাজারী চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায় কৃষিজমির টপ সয়েল অবৈধভাবে কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে একজনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন শাহেদ আরমান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, হাটহাজারী, চট্টগ্রাম।

অভিযানে বিনা অনুমতিতে কৃষিজমির টপ সয়েল কাটার অপরাধে চারিয়া এলাকার বাসিন্দা আবদুল হামিদ (৪০) নামের এক ব্যক্তিকে ১,৫০,০০০ (এক লাখ পঞ্চাশ হাজার) টাকা অর্থদ- প্রদান করা হয়। এ সময় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ায় এ ধরনের অপরাধ পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। তাই সরকারি নির্দেশনা অমান্য করে টপ সয়েল কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে কৃষিজমি নষ্ট করার বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।