চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চান্দিনায় জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচিতে হামলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পৌরসভার ৪ নং ওয়ার্ডের বেলাশ্বর গ্রামে ওই ঘটনা ঘটে। আহতরা হলেন চান্দিনা পৌর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৪ নং ওয়ার্ড সভাপতি ও বেলাশ্বর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে রুবেল মিয়া ও একই গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে কবির হোসেন। তারা চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ঘটনায় চান্দিনা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আহত কবির হোসেন।
স্থানীয় জামায়াত কর্মীরা জানান, কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষে কাজ করতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা বাচ্চু মেম্বারের ছেলে নাজিম তার দলবল নিয়ে জামায়াত নেতাকর্মীদের উপর হামলা চালায়।
আহত জামায়াত নেতা কবির হোসেন জানান- গত সোমবার বিকালে আমরা বেলাশ্বর জামে মসজিদে আছর নামায আদায় করার পরে মুসল্লীদের মাঝে দাওয়াতী কাজ করতে গেলে অভিযুক্ত নাজিম মসজিদের ফ্যান লাইট বন্ধ করে আমাদেরকে বের করে দেয়। এরপরে আমরা মসজিদ থেকে বের হয়ে পশ্চিম বেলাশ্বর প্রাইমারি স্কুলের মাঠে গেলে তারা পরিকল্পিত ভাবে আমাদের উপর হামলা করে। মোঃ রুবেল মিয়া বলেন, বুধবার (১৬ এপ্রিল) আমি বাজার করে বাড়িতে যাওয়ার সময় আনোয়ার হোসেন নামে এক আওয়ামী লীগ কর্মী আমার উপর হামলা করে।
এসময় আমার কানের নিচে প্রচন্ড জখম হয়। এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, থানায় এই বিষয়ে অভিযোগ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা হওয়া হবে।