ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ধামরাইয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে সবেক স্বামী বিষপানে আত্মহত্যা, পুলিশ লাশ উদ্ধার করেছে ।

সম্প্রতি ধামরাই উপজেলার কালামপুর গ্রামের আনছার আলীর মেয়ে এক সন্তানের জননী পিংকি আক্তারকে (২৫) তার সাবেক স্বামী বদর উদ্দিন দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে স্বামী বদর উদ্দিন বিষপানে আত্মহত্যা করে। ধামরাই থানার পুলিশ লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।

এব্যাপারে ধামরাই থানার অফিসার্স ইনচার্জ ওসি মনিরুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে ।