শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে প্রতিবন্ধী, অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া ও দিনমজুর শ্রেণীর ৩ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি। শনিবার দুপুরে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটলিয়নের উদ্যোগে উপজেলার কিরণগঞ্জ বিওপি সংলগ্ন ঈদগাদ মাঠে এসব শীতবস্ত্র বিরতণ করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল আসিফ ও সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামসহ বিভিন্ন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।