চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি সদস্যদের অভিযানে ১ দিনে ৩ লাখ ৯০ হাজার ২৫০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানপণ্য জব্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বিজিবি সদস্যরা দর্শনা, সুলতানপুর ও শৈলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৪৪ বোতল মদ, ৩ বোতল ফেন্সিডিল, ৪৫ টি ভায়াগ্রা ও ইয়াবা, ৭টি ভারতীয় শাড়ি, ১৫ টি ভারতীয় মেডিকেল যন্ত্রাংশ, ২টি অবৈধ কারেন্ট জাল, প্রসাধনী সামগ্রী এবং অন্যান্য চোরাচালানপণ্য জব্দ করেছে।
তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকায় সক্রিয় মাদক ও অন্যান্য চোরাচালান চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে এবং সম্ভাব্য পয়েন্টগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত থাকছে। সীমান্তে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বাঘাইছড়ি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলী বিনিময়ের ঘটনা ঘটেছে।
এ সময় আস্তানা থেকে একে-৪৭ ও রাইফেলসহ অন্যান্য অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গত ২৯ জুলাই সকালে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলী বিনিময়ের ঘটনা ঘটেছে।
অভিযান এখনো চলমান। একে-৪৭সহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
এ সময় একটি একে-৪৭ রাইফেল, তিনটি দেশীয় বন্দুক, একটি দেশীয় পিস্তল, একটি একে-৪৭ ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলী, একটি কার্তুজ, ৪২টি খালি কার্তুজ, চারটি ওয়াকিটকি সেট ও ব্যাটারি, একটি অ্যামুনিশন পাউচ, একটি জিপিএস ডিভাইস, তিনটি কলম আকৃতির গোপন ভিডিও ক্যামেরা, দুটি বোতাম আকৃতির গোপন ক্যামেরা, একটি চশমা, ইউপিডিএফ লং লাইভ লেখা পাঁচটি আর্মব্যান্ড, ইউপিডিএফ পতাকা তিনটি, বিভিন্ন ধরনের ১০টি বই এবং চাঁদা আদায়ের দুটি রশিদ বই উদ্ধার করা হয়।
নীলফামারী : নীলফামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে হেরোইনসহ মো. আবুল বাশার (৪৪) নামে এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের বনবিভাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও আরও দুইজন মাদক কারবারি পলাতক রয়েছে।
ডিবি পুলিশ জানায়, আবুল বাশার, পলাতক নাছরিন ও সাদ্দাম পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে নীলফামারী থানায় একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে আবুল বাশারের বিরুদ্ধে ২টি, নাছরিনের বিরুদ্ধে ২টি এবং সাদ্দাম হোসেনের বিরুদ্ধে রয়েছে ৪টি মাদক মামলা।
শৈলকুপা (ঝিনাইদহ) : ঝিনাইদহের শৈলকুপায় সেনা অভিযানে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। সেইসাথে গ্রেফতার করা হয়েছে রফিকুল ইসলাম এক ব্যক্তিকে। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম উপজেলার দেবীনগর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে ।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান শৈলকূপা সেনা ক্যাম্প অভিযান চালিয়ে অস্ত্রসহ রফিকুলকে গ্রেফতার করে। সে বর্তমান শৈলকুপা থানা পুলিশের হেফাজতে আছে। তার এর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হবে।