বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল মঙ্গলবার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং যুক্তরাষ্ট্রের কোপিন স্টেট ইউনিভার্সিটির মধ্যে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক অনুযায়ী, উভয় পক্ষ তাদের নিজ নিজ প্রতিষ্ঠান ও দেশের প্রচলিত আইন, বিধি-বিধান ও জাতীয় নীতিমালার আলোকে একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
সমঝোতার আওতায় যেসব ক্ষেত্রে সহযোগিতা গড়ে তোলা হবে সেগুলো হলো: জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানসহ পারস্পরিক সম্মত যেকোনো গবেষণা ক্ষেত্রে যৌথ গবেষণা ও উন্নয়নমূলক (R&D) কার্যক্রম; শিক্ষক, বিজ্ঞানী ও অন্যান্য গবেষণা সংশ্লিষ্ট জনবলের আদান-প্রদান (প্রশিক্ষণ, গবেষণা ও উচ্চশিক্ষার উদ্দেশ্যে); গবেষণা প্রকল্পে পারস্পরিক অংশগ্রহণ; পরামর্শসেবা (Consultancy) এবং শিক্ষা ও গবেষণা কার্যক্রমভিত্তিক প্রোগ্রাম উন্নয়ন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ এবং কোপিন স্টেট ইউনিভার্সিটির পক্ষে সেন্টার ফর ন্যানো টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থসচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার। এছাড়া, বিসিএসআইআর-এর কর্মকর্তাগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ সমঝোতা স্মারকটি স্বাক্ষরের তারিখ হতে কার্যকর হবে এবং এটি পাঁচ বছরের জন্য বলবৎ থাকবে। উভয় পক্ষের লিখিত সম্মতির ভিত্তিতে এ সমঝোতা স্মারকের মেয়াদ ভবিষ্যতে আরো বৃদ্ধি করা যেতে পারে মর্মে সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়েছে।