নাটোরে জুলাই বিপ্লব উপলক্ষে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারী বীরদের স্মরনে আলোচনা সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ নাটোর জেলা শাখা। শুক্রবার সকাল দশটায় নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি বলেন একটি বৈষ্যম্যহীন চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমীরে জামায়াত যে পরিকল্পনা হাতে নিয়েছেন তার ডাকে সারা দিয়ে আগামীতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর রাষ্ট্র গড়ে তুলবো ইনশাল্লাহ। নাটোর জেলা মহিলা বিভাগের সেক্রেটারি শাহনাজ শৈলীর সভাপতিত্বে নিলুফার নূরানীর সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপিকা সাবরিনা শারমিন বনি দায়িত্বশীলা রাজশাহী অঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপিকা মুস্তাজিয়া বানু সহকারী দায়িত্বশীলা রাজশাহী অঞ্চল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলাম আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা, অধ্যাপক ইউনুস আলী নায়েবে আমীর নাটোর জেলা, জুবাইদা কাঁকন সহকারী সেক্রেটারি, ওয়াহিদা খাতুন সভানেত্রী বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা নাটোর জেলা, আরো উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা তাইয়েবা তাহরীন , শহীদ আকিবের মা মারজিয়া সুলতানা ডেইজি , জুলাই যোদ্ধা পুলিশের গুলিতে আহত রাহীর মা কাজী নাজনীন মিতা প্রমুখ।