সিরাজগঞ্জ সংবাদদাতা : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির বিচারের দাবিতে সিরাজগঞ্জে ‘রান ফর হাদি’ শীর্ষক একটি প্রতীকী দৌড় অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি) সকাল পৌনে ৮টায় শহরের জেলখানা ঘাট থেকে দৌড়টি শুরু হয়ে হার্ডপয়েন্ট প্রদক্ষিণ শেষে পুনরায় জেলখানা ঘাটে এসে শেষ হয়।
ম্যাকফি গ্লোবাল এডুকেশনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতীকী দৌড়ে শিক্ষক, শিক্ষার্থী, সমাজকর্মী, প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। দৌড় শুরুর আগে অংশগ্রহণকারীদের মধ্যে টি-শার্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাকফি গ্লোবাল এডুকেশনের পরিচালক ও পেশাজীবী অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক মাহফুজুর রহমান শামিম এবং সুখ পাখি পরিবার’র পরিচালক শেখ রজব।
দৌড় শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই এই প্রতীকী দৌড়ের আয়োজন করা হয়েছে।