রাজধানীর লালবাগে এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ৪০ বছর বয়সী মো. নজরুল ইসলামের শরীরে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন দেখে পুলিশের ধারণা এটি হত্যাকা-। লালবাগের আরএনটি রোডের জমজম মদিনা টাওয়ারে একটি ফ্ল্যাটে স্ত্রী, দুই সন্তান এবং শাশুড়িকে নিয়ে থাকতেন স্ট্যান্ডার্ড ব্যাংকের কর্মকর্তা নজরুল।

পুলিশ খবর পেয়ে শুক্রবার বিকালে ওই ফ্ল্যাট থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে বলে লালবাগ বিভাগের উপ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী জানিয়েছেন। তিনি বলেন, নজরুল ইসলাম হত্যাকা-ের শিকার হয়েছে নাকি তিনি আত্মহত্যা এখনই নিশ্চিত না হয়ে বলা যাচ্ছে না। আমাদের কাছে হত্যা সংক্রান্ত কেউ অভিযোগও করেননি। ঘটনাস্থল থেকে একটি রক্ত মাখা বটি উদ্ধার করে পুলিশ ধারণা করাছে এই বটির আঘাতে তার মৃত্যু হয়েছে।

উপ কমিশনার সামী বলেন, বাসায় থাকা পরিবারের সদস্যরা বলছেন নজরুল আত্মহত্যা করেছেন।

তবে ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত দেখে লালবাগ জোনের সহকারী কমিশনার জুয়েল চাকমা বলছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকা-। তবে নিশ্চিত হতে সময় লাগবে।

বিষয়টি তদন্তাধীন জানিয়ে উপ কমিশনার সামী বলেন, সিআইডির ফরেনসিক টিম এসে সকল নমুনা সংগ্রহ করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

নিহতের বড় ভাই নুরুল ইসলাম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেছেন তার ভাইকে ‘পারিবারিক কলহের জের হিসাবে হত্যা করা হয়েছে’। তার স্ত্রী এবং শাশুড়ি এই হত্যাকা-ের সাথে জড়িত বলে তিনি সন্দেহ করছেন।

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুজ্জামান বলেন, এ মহুর্তে তদন্ত না করে কিছু বলা যাবে না। আমরা সব বিষয় মাথায় রেখে কাজ করছি। নজরুল ইসলামের স্ত্রী এবং শাশুড়ি নজরদারির মধ্যে রয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।