টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি একনলা বন্ধুক ও ৮ রাউন্ড ফাঁকা কার্তুজসহ লিয়াকত আলী নামে এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা। গত ১২ ডিসেম্বর তাকে হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকা থেকে আটক করা হয়। পরবর্তীতে আটক লিয়াকতকে টেকনাফ মডেল থানয় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল সংলগ্ন এলাকায় শীর্ষ সন্ত্রাসী জালাল উদ্দীন ওরফে লাশ জালাল ও তার সহযোগীরা অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত বৃহস্পতিবার রাত ১১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১টি দেশীয় একনলা বন্দুক, ৮ রাউন্ড ফাঁকা কার্তুজ ও ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ জালাল উদ্দীন ওরফে লাশ জালালের ঘনিষ্ঠ সহযোগী লিয়াকত (৩৩) কে আটক করা হয়।
এদিকে আটক লিয়াকত আলীর স্ত্রী নুর মীম আক্তার দাবি করেন, তার স্বামীকে ব্যাপক মারধর করে রাতের আঁধারে ঘর থেকে খালীহাতে তুলে নিয়ে ইয়াবা ও অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে, তার স্বামী এসব কাজে জড়িত নয়। এর আগে আওয়ামী লীগের আমলেও তার স্বামীর সাথে এধরণের ষড়যন্ত্র করা হয়েছে। গত ১২ ডিসেম্বর দুপুর ১২টার সময় তার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।