খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার খোকসা উপজেলায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, কুরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের স্মরণে গত বৃহস্পতিবার বাদ মাগরিব আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খোকসা উপজেলা আমীর মো. নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন শিমুলিয়া ইউনিয়ন আমীর ও উপজেলা সহকারী সেক্রেটারি এস এম সাইফুর রহমান।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খোকসা-কুমারখালী (৭৮ কুষ্টিয়া-৪) আসনের এমপি মনোনীত প্রার্থী মো. আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমীর হাফেজ মাওলানা মুর্শিদ আলম, উপজেলা সেক্রেটারি মাওলানা আইনুদ্দিন এবং খোকসা উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মতিউর রহমান।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের কুষ্টিয়া জেলা সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী।