গত বৃহস্পতিবার আদর্শ ইসলামি মিশন মহিলা কামিল মাদরাসা ও দরবার শরীফের উদ্যোগে মাসিক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের পূর্বে বাদে আছর থেকে মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীরা মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য খতমে কুরআন ও তাহলীল পাঠ করা হয়। বাদে মাগরিব থেকে জিকিরের তালিম ও তাফসীর করেন আমিরে সত্যের ডাক আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা। বাদে এশা মিলাদ ও তবারক বিতরণ করা হয়। মিলাদ পাঠে মাওলানা হাফেজ নেছারুদ্দীন নুরী ও মাওলানা আব্দুল আওয়াল প্রমূখ। মোনাজাত পূর্ব বয়ানে পীর সাহেব বলেন বেগম খালেদা জিয়া একজন দেশ প্রেমিক আদর্শ নারী ছিলেন যিনি বলতেন “আমি এই দেশ ছেড়ে কোথাও যাবো না এই দেশের মাটিতেই মরবো, আমি এই দেশের মাটি ও মানুষকেই ভালোবাসি” তাই তিনি বাংলাদেশেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার জানাযায় এত বেশি লোক সমাগম হয়েছিল যে যা কোনদিন হয় নাই হবে ও না। ইহা এক অমর ইতিহাস হয়ে থাকবে।আমি নিয়্যাত করলাম, আজ থেকে যারা আমার উক্ত মাদরাসায় ১ম শ্রেণী থেকে কামিল এম,এ পর্যন্ত ভর্তি হবে আমি বেগম জিয়ার নামে সাদকা জারিয়াহ স্বরুপ অন্ন,বস্ত্র,চিকিৎসা, ফ্রি করিয়া দিবো ইনশা আল্লাহ। যোগাযোগ : ৩/১৪ ব্লক- জি,লালমাটিয়া মোহাম্মাদপুর, ঢাকা, ১২০৭, মোবাইল : ০১৭৩২৩০২২৮৬। প্রেসবিজ্ঞপ্তি।