কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অভিযানে ৪ হাজার ৫শ’ পিস ইয়াবাসহ ইব্রাহিম নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে মাদক কেনাবেচার নগদ ৪ লাখ ১০ হাজার টাকাও উদ্ধার করা হয়। গ্রেফতার ইব্রাহিম চাঁদপুরের হাইমচর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি ঢাকা জেলা দক্ষিণ শাখা ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম।

তিনি জানান, শনিবার রাতে কোন্ডা ইউনিয়নের ঘোষকান্দা এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী আনোয়ার হোসেন পালিয়ে যায়। তার বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত দুইটি মামলা রয়েছে।

ডিবি জানায়, গ্রেফতার ইব্রাহিম দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জসহ আশপাশের এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ পাওয়া গেছে।

ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ইব্রাহিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।