লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নে জামায়াতে ইসলামীর একটি উঠান বৈঠকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান শান্তর বিরুদ্ধে।

গত ১৪ ডিসেম্বর সকাল ১০টায় ভোলাকোট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দেহলা মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী জানান, নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে তিনি ওই দিন সকাল থেকে ভোলাকোট ইউনিয়নে জনসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন। সকালে দুটি কর্মসূচি শেষ করে সকাল ১০টার দিকে দেহলা মজুমদার বাড়িতে তৃতীয় উঠান বৈঠকে অংশ নেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, উঠান বৈঠকের শেষ পর্যায়ে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করে মাহফুজুর রহমান শান্ত নামের এক বিএনপি নেতা সভাস্থলে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। তাকে শান্ত করার চেষ্টা করা হলেও তিনি গালিগালাজ অব্যাহত রাখেন।