তিতাস (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার তিতাস উপজেলায় এক নারীর লাশ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ। রবিবার দিবাগত-রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে উপজেলার বলরামপুর ইউনিয়ন দক্ষিণ আকালিয়া গ্রামের কবরস্থানের পাশে কাঁচা সড়কে এ নারীর লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী থানা পুলিশকে বিষয়টি অবগত করলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠান থানা পুলিশ।

তিনি পার্শ্ববর্তী হোমনা উপজেলার নিলখী গ্রামের মৃত লাল মিয়ার মেয়ে ও মিরাশ গ্রামের সালাম মিয়ার স্ত্রী আয়েশা বেগম (৪৮)। তিতাস থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশীদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে হত্যা নাকী স্বাভাবিক মৃত্যু।