সাতকানিয়া সংবাদদাতা : এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লার পক্ষে জনমত গঠন করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনে জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি গতকাল মঙ্গলবার সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নে সকাল থেকে দিনব্যাপী গণসংযোগ কালে উপরোক্ত আহ্বান জানান। এ সময় সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবু তাহের, আজিজুর রহমান, যুব বিষয়ক সম্পাদক আইয়ুব আলী, আমিলাইষ ইউনিয়ন জামায়াতের সভাপতি মোজাম্মেল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শাহজাহান চৌধুরী বলেন, খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ, দেশের মানুষকে জিম্মি করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। তাদের অত্যাচার নির্যাতনে বহু মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর অনেক নিরীহ মানুষকে কারাগারে আটক করে রেখেছিল। ৩৬ জুলাই ছাত্র-জনতার বিপ্লবের কারণে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর এতে করে মুক্ত হয়েছে বাংলার ১৮ কোটি মানুষ। ডক্টর ইউনুস এর নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। সেই নির্বাচনে যাতে করে দেশ প্রেমিক ভালো মানুষ নির্বাচিত হতে পারে, সেজন্য দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, সাতকানিয়া লোহাগাড়ায় উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে। সাধারণ মানুষের উন্নতি না হলেও রাতের ভোটের এমপি, বিনা ভোটের এমপি ও ডামি ভোটের এমপিরা হাজার হাজার ফুল টাকার মালিক হয়ে গেছে। আমরা এই অবস্থার অবসান চাই। অসহায় নীরন্ন, নিপীড়িত ভাগ্য উন্নয়নের জন্য সৎ যোগ্য ও অভিজ্ঞ নেতৃত্বকেই মহান সংসদে পাঠাতে হবে তাহলে এই এলাকার উন্নয়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি দেশে শান্তি ফিরে আসবে। আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনারা সবাই সহযোগিতা করলে আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আপনাদের সেবা করতে চাই।