"প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি " এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোণায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর দিবসটি উদযাপন করে।
মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় শান্তির প্রতীক কবুতর উড়িয়ে বিজিবি ক্যাম্পের সামনে থেকে সাকুয়ায় যুব ভবন পর্যন্ত দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করা হয়।র্যালিতে জেলা প্রশাসক বনানী বিশ্বাস অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কমপ্লেক্সের পুকুরে মাছের পোনা অবমুক্তকরন, বৃক্ষরোপণ করা হয় এবং পরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ফারহানা পারভীন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক বনানী বিশ্বাস আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেনের পরিচালনায় আলোচনা সভায় যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর সালাউদ্দিন আহমেদ, জেলা প্রেস ক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম,যুব সংগঠক ও এআরএফবি চেয়ারম্যান দিলওয়ার খান, বৈষম্য বিরোধী ছাত্রনেতা হাসনাত জনি, উদ্যোক্তা আসাদুল্লাহ রিয়াদ, আসমা আক্তার বিথিসহ যুবসংগঠক, উদ্যোক্তা ও প্রশিক্ষনার্থী ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ১৪ জন যুব উদ্যোক্তার মাঝে ১৩ লক্ষ টাকার ঋণ এবং
৫০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।