নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর ঐতিহ্যবাহী শিল্প সমৃদ্ধ বাণিজ্যিক এলাকা মাধবদীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত দোকান পাট ভস্মীভূত হয়েছে। সম্প্রতি একটি বৈদ্যুতিক লাইন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় এবং মুহূর্তেই আগুনের লেলিয়ান শিখা পাশের্^র অন্যান্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে ১৪ টি মুদি দোকান, ১১ টি স্বর্ণ ও জুয়েলারি দোকান, ৯ টি ইলেকট্রিক ও প্লাস্টিকের দোকান, ৫ টি স্টেশনারি দোকান, ও অন্যান্য ৫টি দোকানসহ মোট ৪৫টি দোকানের বিভিন্ন মালামাল আগুনে পুড়ে ভস্মীভূত হয়। স্বর্ণের প্রতিটি দোকানে গ্যাস সিলিন্ডার ছিল এবং দোকানগুলোর পার্টিশন ছিল।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যে তা বাজারের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের নিরলস চেষ্টায় প্রায় দুই ঘণ্টার পর সকাল ৭টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং সোয়া ১০টার দিকে পুরোপুরি নিয়ন্ত্রেণে আসে। ব্যবসীয়দের দাবী সেখানে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মাধবদী বাজারের মুদি ব্যবসায়ী আজিজ মৌলভী জানান, তার মুদির দোকানটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। তিনি আরো জানান, বাজারের প্রায় ৬৭ টি দোকান আগুনে পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ কোটি বলে জানায়। আগুন নিভানোর সময় ফায়ার ব্রিগেড যথাসময়ে গেলেও আশে পাশের পুকুরগুলোতে পানি না থাকার কারণে পানির অভাবে কাজে বিঘœ সৃষ্টি হয়।

খবর পেয়ে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকন, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার আব্দুল হান্নান, সদরের ইউএনও আসমা জাহান সরকার প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন।