ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জের ঘিওর থানায় দায়িত্বরত অবস্থায় রফিকুল ইসলাম (৪৮) নামে এক পুলিশ সদস্য মারা গেছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। মৃত রফিকুল ইসলাম টাঙ্গাইল জেলার কালিহাতী থানার করুয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি ২ সন্তানের জনক।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম রাতে থানার অভ্যর্থনা কর্নারে দায়িত্ব পালন করছিলেন। তখন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন।