নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ১২ লক্ষ টাকা মূল্যের ১ হাজার ৬০০ কেজি (৪০ মণ) ইলিশ মাছ জব্দ এবং ৩০ জেলেকে আটক করা হয়েছে।

গত ১০ মে রাত ১১টা থেকে ১১ মে ভোর ৬টা পর্যন্ত হরনী ইউনিয়নের টাংকি ঘাট ও চেয়ারম্যান ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন সাব্বির আহমেদ জানান, অভিযান চলাকালে দুটি ফিশিং বোট এফবি ভাই ভাই ও এফবি নাহিদা-১ তল্লাশি করে ইলিশসহ ৩০ জন জেলেকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও উপজেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি দল। পরে জব্দকৃত মাছ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফাহাদ হাসানের উপস্থিতিতে স্থানীয় মাদরাসা, এতিমখানা ও গরীব-দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

আটককৃত বোট দুইটিকে এক লক্ষ আশি হাজার টাকা জরিমানা করা হয় এবং জেলেদের মুসলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

উল্লেখ্য, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই আহরণের লক্ষ্যে বাংলাদেশ সরকার ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে। এ আদেশ বাস্তবায়নে কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।