চকরিয়া সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে চকরিয়া উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন দেলোয়ারের কাছ থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এসময় চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ও উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মুহাম্মদ মোজাম্মেল উপস্থিত ছিলেন। এদিকে দাঁড়িপাল্লার এমপি প্রার্থী সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে সর্বস্তরের চকরিয়া-পেকুয়াবাসীর সর্বাত্মক দোয়া ও সমর্থন কামনা করেন।
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-০২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ শফিকুল ইসলাম মোড়ল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
২৭ ডিসেম্বর (শনিবার) কটিয়াদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওসমান গনি-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার ও পাকুন্দিয়া উপজেলা আমীর, মাওলানা আব্দুল জব্বার।
এ সময় আরো উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা শাখার নায়েবে আমীর সাইদুল হক বিএসসি ও সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, পৌর আমীর আনিসুজ্জামান রুবেল সহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা জানান, মাওলানা শফিকুল ইসলাম মোড়ল দীর্ঘদিন ধরে এলাকায় ইসলামী আদর্শ, ন্যায়বিচার ও জনকল্যাণমূলক রাজনীতির পক্ষে কাজ করে যাচ্ছেন। তার মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে কটিয়াদী- পাকুন্দিয়া আসনে নির্বাচনী মাঠে জামায়াতের প্রস্তুতি আরও দৃশ্যমান হলো।
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা
মাগুরা-১ আসনে আসন্ন ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে খেলাফত মজলিসের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির মাগুরা জেলা শাখার সহ-সভাপতি ড, মাওলানা মোহাম্মদ ফয়জুল ইসলাম (মনিরুল)। শনিবার সকালে স্থানীয় দলীয় নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে তিনি মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দেওয়াল ঘড়ি প্রতীকের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে মোহাম্মদ ফয়জুল ইসলাম সাংবাদিকদের বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী আজ মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। ইসলামী দলগুলো এক বাক্সনীতিতে নির্বাচনে অংশ নেওয়ার যে পরিকল্পনা গ্রহণ করেছে, সে অনুযায়ী কেন্দ্র থেকে যে দলকে প্রার্থী মনোনীত করা হবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। তবে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী।
বগুড়া অফিস
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে কাউকে মনোনয়ন দেয়নি। অথচ এবার খালেদা জিয়ার বিপক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করলেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আশরাফ হোসেন।
বিষয়টি নিশ্চিত করে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, “আজ মোট দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। যার মোরশেদ মিল্টনের নামে।” এ বিষয়ে বক্তব্য জানতে বিএনপি নেতা মোর্শেদ মিল্টনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, “আমাদেরকে মনোনয়ন উত্তোলন করার কথা বলা হয়েছে। তাই আমরা সাময়িকভাবে মনোনয়ন উত্তোলন করেছি। দলীয় নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি) থেকে প্রার্থিতা নিশ্চিত করলেন রাশিদা আক্তার। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তিনি নিজে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এর আগে দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া স্বাক্ষরিত মনোনয়নপত্রে তার নাম চূড়ান্ত করা হয়। দলের নিবন্ধন নম্বর ৫০ ব্যবহার করে ২৬১, চাঁদপুর-০২ আসন থেকে এবারের সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
সিংড়া (নাটোর) সংবাদদাতা
নাটোর-৩ (সিংড়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নাটোর জেলা এনসিপির সদস্য সচিব ও রাজশাহী নিউ ডিগ্রি গভমেন্ট কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম জার্জিস কাদির বাবু।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত এর নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মাহাবুর হোসেন, সদস্য সচিব মো. মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আলী হাসান, উপজেলা এনসিপির সাবেক যুগ্ম সমন্বয়কারী মো. নাহিদুল ইসলাম প্রমুখ।