দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো চিফ খোকন চৌধুরীকে হত্যার হুমকির প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন করেছেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দাউদকান্দি বাজার মডেল থানার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মোহনা টেলিভিশনের প্রতিনিধি সাহাব উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন—আমার দেশ প্রতিনিধি মোহাম্মদ আলী, দৈনিক বাংলাদেশ টু’ডের প্রতিনিধি হোসাইন মোহাম্মদ দিদার ,বাংলা টিভির আপেল মাহমুদ, দেশ রূপান্তরের জাকির হোসেন হাজারী, খবরের কাগজের লিটন সরকার বাদল, কালের কণ্ঠের ওমর ফারুক মিয়াজী, ইত্তেফাকের শরীফ প্রধান ও কুমিল্লার কাগজের আলমগীর হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা।বক্তারা বলেন, নাঙ্গলকোটে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভের সংবাদ প্রচারের পর খোকন চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে হুমকি দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, ‘গফুর ভুঁইয়া মিডিয়া সেল’ নামের একটি ফেসবুক পেজ থেকে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ ঘটনায় তিনি নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।সাংবাদিকরা বলেন, একজন সাংবাদিককে হুমকি দেওয়া মানে গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত। তারা অবিলম্বে হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার এবং খোকন চৌধুরীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।