পঞ্চগড় থেকে আব্দুল গণি : পঞ্চগড়ে সমতল ভূমিতে চা চাষের পর এবারো টিউলিপ ফুল চাষ করে সাবলম্বী হবার স্বপ্ন দেখছেন, তেঁতুলিয়া উপজেলার ২৬ জন নারী ও পুরুস উদ্যোক্তা। ৭০ শতক জমিতে এ ফুলের চাষ করে ২৩ দিন পর রূপলাবণ্যে ভরা টিউলিপ ফুল পেয়ে তাদের স্বপ্ন পূরণের সাধ ৪র্থ বারের মতো এগিয়ে গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, নেদারল্যান্ডে আবহাওয়ায় টিউলিপ ফুল চাষ হলেও পঞ্চগড়ের আবহাওয়ায় দেশে এবারও ৪র্থ বাবের মতো এ টিউলিপ ফুল ফুটেছে। ফুলের সৌন্দর্য ও বাজার চাহিদা থাকায় জেলার যে কেউই এ টিউলিপ ফুল চাষ করে স্বাবলম্বী হতে পারেন।
উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ফুটেছে রূপলাবণ্যে ভরা ৯টি রঙের টিউলিপ ফুল। টিউলিপ ফুল শীত প্রধান দেশের বসন্তকালীন ফুল হলেও দেশে এবারও ৪র্থ বারের ফুটেছে।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসপি) আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাজেশনের (ইএসডিও) সহায়তায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া এলাকার ২৬ জন নারী ও পুরুষ উদ্যোগক্তা এ টিউলিপ ফুল চাষ করে আর্থিকভাবে সফল হয়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, নেদারল্যান্ডের শীতল আবহাওয়ার মতো পঞ্চগড়ে কয়েক মাস শীতল আবহাওয়া থাকায় টিউলিপ ফুল চাষ করা সম্ভব।
সাধারণ দিনে ১৫ ডিগ্রী সেলসিয়াস ও রাতে ১০ ডিগ্রী সেলসিয়াস সহনশীল তাপমাত্রায় এ ফুল চাষ করা যায়। এই ফুলের বাল্ব বা বীজ রোপনের দিন হতে ১৮ থেকে ২০ দিনের মধ্যে কলি আসে এবং ২৫ থেকে ৬০দিন পর্যন্ত এ টিউলিপ ফুল স্থায়ী থাকে। নারী ও পুরুষ উদ্যোক্তারা বলছেন, টিউলিফ ফুল চাষ করে তারা সফল হয়েছেন, বাজারজাত করে আর্থিকভাবে লাভ হয়েছেন। এবং আরও বড় পরিসরে টিউলিপ ফুলের চাষ করবেন বলে তারা জানান।
বিদেশী বাহারী রঙের টিউলিপ ফুলের চাষ দেখতে প্রতিদিনই আসছে ফুলপ্রেমী উৎসুক মানুষ। অপরূপ রূপে ফোটা ফুল দেখে তারা অভিভূত বিভিন্ন জায়গা থেকে আসা দর্শনাথীরা।
বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান জানান, টিউলিপ ফুল চাষ পঞ্চগড় জেলার অর্থনীতিতে ইতিবাচক দিক আনবে বলে মনে করেন ইএসডিও’র এ নির্বাহী পরিচালক।
পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আব্দুল মতিন জানান, জেলার আবহাওয়া টিউলিপ ফুল চাষের উপযোগী হওয়ায় অনেকেই ফুল চাষে আগ্রহী হচ্ছেন। চাষিদের ফুল চাষে কারিগরী সহায়তা দেয়া হচ্ছে।
এদিকে সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে ফুল একটি লাভজনক কৃষিপণ্য। আমাদের দেশেও এর বড় চাহিদা তৈরি হয়েছে। ফুলের নিত্য নতুন চাহিদায় টিউলিপ ফুলপ্রেমীদের বাড়তি সৌন্দর্যে মন ভরিয়ে দেবে বলে আশা প্রকাশ করেছেন কৃষি সংশ্লিষ্টরা।