কাপ্তাই থেকে সংবাদদাতা : কাপ্তাইয়ে চিকিৎসা বিশেষজ্ঞ বা এমবিবিএস চিকিৎসকের চিকিৎসাপত্র ছাড়া অধিকাংশ ফার্মেসীগুলোতে ওষুধ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রোগীর মৌখিক বর্ণনা শুনে ইচ্ছেমত বিভিন্ন রোগের ওষুধ বিক্রি করছেন ফার্মেসীগুলো থেকে ওষুধ ব্যবসায়ীরা।

এসব ওষুধ সেবন করে রোগী উন্নতির চেয়ে অবনতি বেশি হচ্ছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। প্রতিদিন একাধিক রোগী প্রতারণার শিকার হচ্ছে।

সরেজমিনে জানা যায়, উপজেলাধীন, রাইখালী, কেপিএম এলাকা, বারগুনিয়া, বড়ই ছড়া, শিলছড়ি, চিৎমরম, কাপ্তাই নতুন বাজার, জেটিঘাট, পিডিবি কাপ্তাই প্রজেক্ট এলাকাসহ ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে ফার্মেসী।

বিশেষজ্ঞ, ফার্মাসিষ্ট, ল্যাব টেকনিশিয়ান ও চিকিৎসক ছাড়াই মনগড়া লোক দিয়ে সেখানে চলছে চিকিৎসাসেবা ও ওষুধ বিক্রি বাণিজ্য। আবার কেউ কেউ এসব প্রতিষ্ঠানগুলোতে গোপনে ডাক্তার পরিচয়ে রোগীদের চিকিৎসা প্রদান করে ভিজিটও নিচ্ছেন। এছাড়াও কাপ্তাই জেটিঘাট, নতুন বাজার, বড়ই ছড়ি ও রাইখালীতে প্রতি সাপ্তাহিক বাজার-হাট যখন বসে ওইসব হাট বাজারগুলোতে ভাসমান চিকিৎসা কেন্দ্র ও ভেজাল ওষুধ বিক্রি হরদমে চলে, দেখার যেন কেউ নেই? এসব অসাধু ব্যবসায়ীদের প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ। খোঁজ নিতে গেলে বেরিয়ে আসে এসব প্রতিষ্ঠানগুলোর ভয়াবহ চিত্র।

ইতিপূর্বে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট পৃথক পৃথকভাবে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানা ও অর্থদন্ড করেছেন। অভিযোগ রয়েছে, এরপরও থেমে নেই মুনাফা লোভী অশুভ চক্রের অপ চিকিৎসা ও প্রাণঘাতী ওষুধ বিক্রির অবকৌশল চলমান রয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগীরা আইনের হস্তক্ষে কামনা করুন।