নরসিংদী সংবাদদাতা : জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবীতে গত মঙ্গলবার নরসিংদীর পলাশ উপজেলা বাসস্ট্যান্ডে এক গণসমাবেশের আয়োজন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদীর-২ (পলাশ) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদ এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, জুলাইয়ে আমি স্বশরীরে মাঠে ছিলাম। অন্য কোন নেতাকে মাঠে দেখি নাই। জীবনের ঝুকি নিয়ে বন্দুক, কামানের সামনে লড়াই করেছি। দেশ থেকে জুলুম, ধর্ষণ, হত্যা ও রাহাজানি বন্ধ করার জন্য। কিš‘ জুলাইয়ের পরে সেগুলোই আরো বিভৎস রূপে ফিরে এসেছে। আমরা এটা মেনে নিতে পারি না। তাই আগামী নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিয়ে ইসলাম কায়েম করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। হাত পাখার জয় মানে গরীব মেহনতি মানুষের জয়। অসহায় মানুুষের জয়। ইসলাম ক্ষমতায় এলে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই শান্তিতে বসবাস করতে পারবে। বস্ত্রহীন পাবে বস্ত্র । আমরা দায়িত্বে পেলে কোন টাকা বিদেশে পাচার হবেনা। তিনি চ্যালেঞ্জ করে বলেন, নৌকা, ধানের শীষ, লাঙ্গলসহ অনেক মার্কা দেখেছেন। এবার আমাদেরকে পরীক্ষা করে দেখেন যদি আমরা কথা রাখতে না পারি তাহলে আর কোন দিন আপনাদের সামনে আসবো না।

গণসমাবেশে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা সৈয়দ মোসাদ্দেক আল মাদানী, অধ্যাপক হাফেজ মাওলানা ইউনুছ আহমেদ, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান, মুফতী রেজাউল করীম আবরার, মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের প্রার্থী উপাধ্যক্ষ সাইফুল্লাহ প্রধান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী-২ (পলাশ) এর প্রচার সমন্বয়ককারী মুহাম্মদ ফাইজুল হক প্রমুখ।