চট্টগ্রামের বাকলিয়ায় এক চিকিৎসকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন নগরের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকেরা। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে ‘সর্বস্তরের চিকিৎসকবৃন্দ’ ও ‘ন্যাশনাল ডক্টরস ফোরাম, চট্টগ্রাম’এর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নগরের বাকলিয়া এলাকায় চাঁদাবাজির টাকা না দেওয়ায় চিকিৎসক ইকবাল হোসেনকে মারধরের অভিযোগ ওঠে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর সাহায্য চাওয়ার একটি ৩৬ সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, তাঁর মুখ রক্তাক্ত অবস্থায় তিনি জানান, ‘আমি ডাক্তার ইকবাল। বাকলিয়ার পুরাতন চারতলায় আছি। বিএনপির হারুনসহ সন্ত্রাসীরা টাকা না দেওয়ায় আমাকে মারছে, খুঁজছে। আমি লুকিয়ে আছি একটি ঘরে। ৯৯৯-এ ফোন দিয়েছি ২০–৩০ মিনিট হয়ে গেছে, এখনো কেউ আসেনি। আমার ভাগনেভাগনিকে নিয়ে গেছে। আমাকে বাঁচান।’
পুলিশ সূত্রে জানা গেছে, ইকবাল হোসেন (৩৮) নগরের ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক। হামলার পর তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনার স্থান নগরের বাকলিয়া এলাকার পুরাতন চারতলা।
মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম, ন্যাশনাল ডক্টরস ফোরাম চট্টগ্রামের সভাপতি এ টি এম রেজাউল করিম, সাধারণ সম্পাদক এরফান চৌধুরী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সাংগঠনিক সম্পাদক আবু নাসের প্রমুখ।
বক্তারা বলেন, অতীতের স্বৈরাচারী শাসনামলেও চিকিৎসক ইকবাল হোসেন নির্যাতনের শিকার হয়েছেন। আজও ফ্যাসিবাদী ও চাঁদাবাজ চক্র রূপ বদলে সক্রিয় রয়েছে। তাদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ ও পেশাজীবীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তারা অভিযোগ করেন, হামলার সময় পুলিশ প্রশাসন ও সিডিএর এক পরিদর্শক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাদের সামনেই একজন চিকিৎসকের ওপর হামলা চালানো হয়েছে যা অত্যন্ত উদ্বেগজনক। অবিলম্বে দোষীদের গ্রেফতার ও শাস্তি না হলে চিকিৎসক সমাজ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
এর আগে চট্টগ্রামের বাকলিয়ায় সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় এক চিকিৎসকের ওপর হামলার অভিযোগ ওঠে। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইকবাল হোসেন নামে এক চিকিৎসকের সাহায্য চাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তার মুখে রক্তের চিহ্ন দেখা যায়।
৩৬ সেকেন্ডের ওই ভিডিওতে চিকিৎসক ইকবালকে বলতে শোনা যায়“আমি ডাক্তার ইকবাল। বাকলিয়ায় পুরাতন চারতলায় আছি। বিএনপির হারুন ও তার সন্ত্রাসীরা টাকা না দেওয়ায় আমাকে মারধর করেছে। এখন আমাকে খুঁজছে। আমি একটি ঘরের মধ্যে লুকিয়ে আছি। ৯৯৯-এ ফোন দিয়েছি, ২০-৩০ মিনিট হয়ে গেছে, এখনো আসেনি। আমার ভাগনে-ভাগনিকে নিয়ে গেছে। আমাকে বাঁচান।”
পুলিশ সূত্রে জানা গেছে, ভিডিওতে থাকা ব্যক্তি চট্টগ্রাম নগরের ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক ইকবাল হোসেন (৩৮)। ঘটনাটি ঘটে বাকলিয়ার পুরাতন চারতলা এলাকায়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, বাকলিয়া থানার নুর বেগম জামে মসজিদের পাশে চিকিৎসক ইকবাল একটি বাড়ির নির্মাণকাজ শুরু করেছিলেন। দীর্ঘদিন ধরে একটি চক্র তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় স্থানীয় প্রভাবশালীরা তাকে মারধর করে।
চিকিৎসক ইকবাল হোসেনের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা হারুনের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে।তবে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, “বিএনপির কোনো নেতা জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। নিয়মবহির্ভূত ভবন নির্মাণ নিয়ে বৈঠকের সময় অপর পক্ষের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।”