বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, দেশে যদি জনগণের মতামত উপেক্ষা করে যেনতেনভাবে নির্বাচনের পাঁয়তারা করা হয়, তাহলে জনগণকে আরও একটি জুলাই বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে। গত মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত মহানগরীর কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, দেশবাসী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছে। কিন্তু সরকার যদি একতরফা ও প্রহসনের নির্বাচন আয়োজনের পথে এগিয়ে যায়, তাহলে জনগণ তা মেনে নেবে না। ইতিহাস সাক্ষী, জনগণের অধিকার হরণ করলে তার পরিণতি ভালো হয় না।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। তবে জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার রক্ষায় প্রয়োজন হলে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জনসংযোগ জোরদার এবং গণমানুষের পাশে থাকার আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মোহাম্মদ উল্লাহ, মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমান, মহানগরী সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, মহানগরী কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী মাওলানা মমতাজুর রহমান, আমির হোছাইন, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন, অধ্যাপক মুহাম্মদ নুর, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম, ড. মাহবুবুর রহমান, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, ফারুকে আজম, মোহাম্মদ ইসমাইল, ড. আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ।