বান্দরবান সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যেগে চট্টগ্রাম-১৪ সংসদীয় আসন (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সর্বস্তরের দায়িত্বশীলদের সম্মানে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৫ ফেব্রুয়ারি দোহাজারী সাঙ্গু কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আহসান উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাবেক আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য মোহাম্মদ জাফর সাদেক, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক।

মতলব

বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলার বাগান বাড়ি ইউনিয়ন শাখা শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোহাম্মদ আবদুল মোবিন।

ঝিনাইগাতী (শেরপুর)

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়ন শাখার উদ্যোগে ১৫ ফেব্রুয়ারি স্থানীয় হাইস্কুল মাঠে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাওলানা মোঃ শাহ আলম সিদ্দিকীর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি শেরপুর-৩ ঝিনাইগাতী-শ্রীবরদী আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা নুরুজ্জামান বাদল।

বাগাতিপাড়া

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাতিপাড়া সদর ও পাকা ইউনিয়ন শাখার আয়োজনে দিনব্যাপী কর্মীদের মানোন্নয়ন ও সুসংগঠিত করার লক্ষ্যে গণশিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আলীকদম (বান্দরবান)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও বান্দরবান জেলা আমীর এস এম আবদুচ ছালাম আজাদ বলেছেন, চব্বিশের গণআন্দোলনের রক্তের ওপর এ সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি আলীকদম উপজেলার নয়াপাড়ার চৌরাস্তার মোডে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী ও সহযোগী সম্মলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন বান্দরবান জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মুহাম্মদ আবুল কালাম।

আশাশুনি

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গাজীরমাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ইউনিয়ন জামায়াতের আয়োজনে সম্মেলনে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল ওয়াদুদ। ইউনিয়ন কর্মপরিষদ সদস্য মাওলানা আসলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সুবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালি ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিক।

ভান্ডারিয়া (পিরোজপুর)

পিরোজপুরের ভান্ডারিয়ায় ভিটাবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সগযোগী সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় দুটি দলীয় অফিস উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শামীম সাঈদী।