গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে টঙ্গীতে একটি নতুন স্কুল প্রতিষ্ঠার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে রোববার প্রস্তাবিত স্কুল মাঠ প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় শিক্ষা উন্নয়ন, অবকাঠামো, জনসম্পৃক্ততা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান। সভায় তিনি বলেন, টঙ্গীতে নতুন স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার সুযোগ বিস্তারে গাজীপুর সিটি কর্পোরেশন একটি বড় পদক্ষেপ নিচ্ছে। নগরের প্রতিটি শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
মতবিনিময় সভার সঞ্চালনা করেন প্রস্তাবিত স্কুলের পরিচালক ও সিটি কর্পোরেশনের সচিব মোঃ আমিন আল পারভেজ। সভায় আরও বক্তব্য রাখেন—জিসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা,আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন,৪৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ শফিউদ্দিন, স্থানীয় নোয়াগাঁও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়শা সিদ্দিকা,তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম হারুনুর রশীদ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, এছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার নাগরিকরাও আলোচনায় অংশ নেন।
বক্তারা বলেন, টঙ্গী ঘনবসতিপূর্ণ একটি অঞ্চল হওয়ায় এখানকার শিশুদের জন্য মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজন দীর্ঘদিনের। সিটি কর্পোরেশনের এই উদ্যোগ স্থানীয় জনগণের শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।
সভায় বক্তারা একসঙ্গে কাজ করে স্কুল প্রতিষ্ঠাকে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন। শিগগিরই মাঠ পর্যায়ের প্রস্তুতি, অবকাঠামো নির্মাণ এবং শিক্ষাক্রম চালুর কার্যক্রম শুরু করা হবে বলে জানানো হয়।