রংপুরের কাউনিয়া উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে ১৬ কেজি গাঁজা সহ ১ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৩ রংপুর।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া (অতিরিক্ত পুলিশ সুপার) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১১ই জানুয়ারী বিকালে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে কাউনিয়া থানার বালাপাড়া ইউনিয়নের হলদিবাড়ী এলাকায় লালমনিরহাট থেকে রংপুরগামী সড়কে ৮টি বাঁশের ঢালির মধ্যে এসব মাদক সামগ্রীসহ মাদক কারবারী স্বাধীন মন্ডল (৩৮) কে গ্রেফতার করা হয়েছে।
আটক মাদক কারবারী স্বাধীন মন্ডল বগুড়া জেলা সদরের ছোট কুমিরিয়া এলাকার মৃত আব্দুস সামাদ ও মৃত মনোয়ারা বেগমের পুত্র। সে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে অভিনব কৌশলে মাদক পরিবহন ও মাদক ব্যবসাপ রিচালনা করে থাকে।