২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ বোয়ালখালী ৬ নং পোপাদিয়া ইউনিয়নের বাসিন্দা ওমর বিন নুরুল আবছারের বাসায় জুলাই শহীদদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে শহীদ জননী রুবি আক্তার উপরোক্ত কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়াখালী উপজেলার আমীর ডাক্তার খোরশেদুল আলমের সভাপতিত্বে শহীদ ওমরের বাড়িতে এক মতবিনিময় হয়। সভায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম- ৮ ( চান্দগাঁও- বোয়ালখালী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার আবু নাছের, চট্টগ্রাম মহানগরী জামায়াতের অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, চান্দগাঁও থানা জামায়াতের সেক্রেটারি জসিম উদ্দীন সরকার, বোয়ালখালী উপজেলা সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিন, শহীদ ওমরের ছোট ভাই আনোয়ার বিন নুরুল আবছার, মুহাম্মদ বিন নুরুল আবছার, আহমদ বিন নুরুল আবছার, শহীদের বোন জান্নাতুল হুরাইন।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, জুলাইয়ে শহীদদের ত্যাগ ও কুরবানির বিনিমিয়ে দেশ স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত হয়েছে। দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। জুলাই হত্যাকান্ডের সাথে জড়িত খুনী সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করতে হবে।
জামায়াত নেতৃবৃন্দ শহীদ ওমর বিন নুরুল আবছারের কবর জিয়ারত ও শহীদের রূহের মাগফিরাত ও শাহাদাত কামনায় মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।