শীতের অতিথিদের এ যেন মিলনমেলা। কোন সুদূর থেকে তাদের আগমন তা এখনো নিরূপিত হয়নি। তবে সাধারণভাবে মনে করা হয় সুদূর সাইবেরিয়া বা পশ্চিম ইউরোপের শীতপ্রধান দেশগুলো থেকে তাদের আগমন। খাদ্যের সন্ধান ছাড়াও তারা চায় নিরাপদ আশ্রয়। উত্তর জনপদের অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক স্পট হিসেবেই হয়তো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জলাশয়গুলো তারা বেছে নিয়েছে। প্রতিবছরই শীতের মওসুমে এখানকার জলাশয়গুলো হয়ে ওঠে অতিথি পাখির নিরাপদ আশ্রয়কেন্দ্র। পাখিদের আগমনে ক্যাম্পাসের সৌন্দর্য বেড়ে যায় বহুগুণ। পুকুরসহ ক্যাম্পাসের বেশ কয়েকটি জলাশয়ে আসর বসিয়েছে ঝাঁকে ঝাঁকে আসা এই পাখিরা। ছবিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের পাশের পুকুর থেকে তোলা।
ছবি: সোহরাব হোসেন সৌরভ