চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চান্দিনায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় আলী আকবর (৭০) নামে এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামের আবুল কালাম এর ছেলে বোরহান ওই অমানবিক ঘটনা ঘটায়।

সম্প্রতি তাকে একটি বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে রাখা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এসময় হৃদযন্ত্রের সমস্যা দেখা দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় লোকজন এবং ভুক্তভোগীর ছেলে ইব্রাহীম জানায়, আলী আকবর রসুলপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত- আজগর মিয়ার মেয়ের জামাই। তিনি শ্বশুরবাড়িতেই দীর্ঘদিন ধরে বসবাস করছেন। একই গ্রামের আবুল কালাম ও তার ছেলে বোরহান দীর্ঘদিন সুদের ব্যবসা করে আসছে। আলী আকবর তার ছেলেকে বিদেশে পাঠাতে বোরহানের কাছ থেকে দুই বছর আগে ৭০ হাজার টাকা ঋণ নেয়।

তবে, বোরহান ওই ৭০ হাজারের পরিবর্তে সুদ সহ ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করে টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করে। ওই টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় তাকে জোরপূর্বক ধরে নিয়ে রসুলপুর গ্রামের মধ্যেপাড়া রাস্তার পাশে মসজিদ সংলগ্ন একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে নির্যাতন করা হয়।

এদিকে, ঘটনাটি অনেকেই মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই সমালোচনার ঝড় উঠে। অনেকেই দোষীদের শাস্তির দাবি জানান। এ ব্যাপারে জানতে অভিযুক্ত বোরহান এর মুঠো ফোনে কল দিলে সাংবাদিক পরিচয় পাওযার পর ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার কল দিলেও তিনি আর কল রিসিভ করেননি।

এবিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন- ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।