নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের বন্দরে বিভিন্ন মামলার ৫ ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর উপজেলার লম্বাদরদী এলাকার মৃত মনরঞ্জন কর্মকারের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শুক্কুর আলী (৬০) বন্দর থানার চিতাশাল এলাকার নাজির হোসেন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাকিব (৩০) একই থানার শুভকরদী এলাকার মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মিজানুর রহমান নাদিম (২৪) চর ঘারমোড়া এলাকার মিরাজ মিয়ার ছেলে একাধিক জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বাপ্পী ওরফে লেংড়া বাপ্পী (৩৫) ও হরিপুর এলাকার নাজির আহাম্মেদ মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মনির (৬০)। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ । এর আগে গত বুধবার (২১ আগস্ট) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
চোরাইকৃত পামওয়েল উদ্ধার
নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের বন্দরে ২৮ ড্রাম চোরাইকৃত পামওয়েলসহ ২ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি দলের আরেক সদস্য কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার তিনগাও ভদ্রসন এলাকার শফিউদ্দিন শেখের ছেলে শাহাদাত হোসেন (৩০) ও একই এলাকার আলতাব হোসেন মিয়ার ছেলে শামীম (৩২)। পলাতক আসামী নাম নাসির বলে জানা গেছে। কিš‘ তার পিতার নাম জানা যায়নি।
চোরাই তেল উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক আব্দুল মোতালেব ভূইয়া বাদী হয়ে গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে বন্দর থানায় এ মামলা রুজু করেন। ধৃতদের উল্লেখিত মামলায় বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (২০ আগস্ট) দিবাগত রাত ২টায় বন্দর থানার বেজেরগাঁও এলাকায় পলাতক আসামী উদ্দিনের বাড়ীর সামনে পাঁকা রাস্তা সংলগ্ন গোডাউন ও চায়ের দোকানে অভিযান চালিয়ে চোরাই পামওয়েল ড্রাম জব্দসহ উল্লেখিত ২ চোরাকারবারিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, বন্দর উপজেলার লাউসার পশ্চিম পাড়া এলাকার মোঃ হাসান মিয়ার ছেলে শরিফ (৩৮) ও একই এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে জাকির হোসেন (৪২)। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় ধামগড় ফাঁড়ি উপ পরিদর্শক মোঃ মাহমুদ আলম বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধো সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা ২৯(৮)২৫। ধৃতদের বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বুধবার (২০ আগস্ট) রাতে বন্দর থানার লাউসারস্থ নাসিম মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ গেইটের সামনে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
ছিনতাইকারী সন্দেহে আটক ৩
নারায়ণগঞ্জের বন্দরে চোর ও ছিনতাইকারী সন্দেহে ৩ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো বন্দর উপজেলার চর ইসলামপুর এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে তারেক (৩২) একই উপজেলার বেঁজেরগাও এলাকার মৃত রফিক আলী ছেলে রিয়াজুল(৩০) ও নবীগঞ্জ এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে মাহাবুব (৩২)। আটককৃতদের বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বুধবার (২০ আগস্ট) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।