রংপুর-কুড়িগ্রাম সড়ক চার লেনে উন্নীতকরণ, অবৈধ যানচলাচল বন্ধ ও নিরাপদ সড়কসহ সাত দফা দাবিতে সাড়ে ৩ ঘণ্টা ধরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বুধবার (১৪ মে) সকাল ১০টায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া উপজেলার মীরবাগ বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে ওই সড়কে প্রায় সাড়ে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এ সময় তারা নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মীরবাগ সচেতন নাগরিক ফোরামের সভাপতি জালাল উদ্দীন ভূঈয়া মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সনাফের আহ্বায়ক মমিন মিল্লাত, ধর্ম্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, মীরবাগ ডিগ্রী কলেজের প্রভাষক মাইদুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল্লাহ আল হাশিম, সাধারণ সম্পাদক নাজমুল হাসান নান্নু, শিক্ষার্থী জান্নাতি বেগম, খাদিজা আক্তারসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Untitled

বক্তারা বলেন, অপ্রশস্ত সড়কে বেপরোয়া যান চলাচলের কারণে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে একের পর এক প্রাণহানি ঘটছে। প্রশাসনের নজরদারি ও কার্যকর পদক্ষেপের অভাবে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। দ্রুত চার লেনের বাস্তবায়ন এবং অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ নিরাপদ সড়কের দাবি জানান বক্তারা। এসব দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

এদিকে দীর্ঘ ৩ ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে আন্দোলন চলমান রাখাতে লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ও বিভিন্ন পণ্য পরিবহন এবং ঢাকা-রংপুরসহ বিভিন্ন স্থান থেকে আসা পরিবহনগুলো সড়কের দুই পাশে আটকা পরে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক বলেন, আপনাদের দাবী সমূহ উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জানানো হয়েছে তারা কথা দিয়েছেন আগামী ডিসেম্বরের মধ্যে দাবী গুলো পূরণ করবেন। দাবী সমূহ মেনে নেওয়া না হলে আমিও আপনাদের দাবীর সাথে একত্বতা জানিয়ে সামিল হবো।

তার আশ্বাসের প্রেক্ষিতে দুপুর দেড়টার দিকে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। ফলে যানচলাচল স্বাভাবিক হয়। এ সময় কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ উপস্থিত ছিলেন।

Screenshot 2025-05-14 224539

এর আগে মীরবাগ সচেতন নাগরিক ফোরাম নিরাপদ সড়কের দাবিতে ৭ দফা দাবী উপস্থাপন করেন। সচেতন নাগরিক ফোরামের ৭ দফা দাবী হচ্ছে:

১. দ্রুত বিচার অধীনে যথাযথ তদন্ত সাপেক্ষে শিক্ষার্থীসহ সব সড়ক হত্যার বিচার নিশ্চিত করা এবং নিহতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান।

২. সড়ক ৪ লেনে উন্নতি করন। সড়কে বেপরোয়া প্রতিযোগিতা বন্ধে 'এক রুটে এক বাস' নীতি বাস্তবায়ন। ব্যাটারি চালিত অটো বা থ্রি হুইলার গাড়ির জন্য পৃথকভাবে সড়ক নির্মান করতে হবে।

৩. ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহন এবং চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।

৪. রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক পুলিশ ও সিসিটিভি ক্যামেরা স্থাপন।

৫. সড়কের বাঁক ও মোড়গুলোতে দৃশ্যমানতা (ভিজিবিলিটি) বৃদ্ধির ব্যবস্থা।

৬. গণপরিবহনের ভাড়া নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করা।

৭. মহাসড়কে কাকরা চলাচল বন্ধ করতে হবে।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে কাউনিয়ার বেইলী ব্রীজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এর দুই দিন আগে রোববার রাতে কাউনিয়া উপজেলার মীরবাগের বিজলের ঘুন্টি বুড়াইল ব্রিজের কাছে আরেক দুর্ঘটনায় দুজন মোটরসাইকেল আরোহী মারা যান। এরপর থেকে নিরাপদ সড়কের দাবিতে ফুঁসে ওঠে এলাকাবাসী।