তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার র্যালী পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারী বেলাল হোসাইন, ছাত্র প্রতিনিধি মামুন মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারী কাজী কবির হোসেন। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গ্রাম-গঞ্জ-শহর
চৌদ্দগ্রামে জাতীয় ভোটার দিবস পালিত
তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
Printed Edition
