রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের জামায়াতে ইসলামী সমর্থিত নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট সামসুল হুদার শপথ গ্রহন দীর্ঘ আইনী লড়াই শেষে আদালতের আদেশে ৩ বছর পর গত সোমবার রংপুরে কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

উল্লেখ্য, রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নে ২০২১ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জালিয়াতির মাধ্যমে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী শহীদ চৌধুরী দ্বীপকে ৬ হাজার ২৩৫ ভোট প্রাপ্ত দেখিয়ে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী জামায়াতে ইসলামী সমর্থিত স্বতন্ত্র^ চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সামসুল হুদাকে দেখানো হয় ৬ হাজার ১০০ ভোট। এর প্রেক্ষিতে ভোট কারচুপির অভিযোগে এনে রংপুর নির্বাচনী ট্রাইবুনালে স্বতস্ব চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সামসুল হুদা একটি মামলা দায়ের করেন। দীর্ঘ আইনী লড়াই শেষে পুনরায় ভোট গননা করে ৪০২ ভোট বেশী ভোট পেয়ে এডভোকেট সামসুল হুদাকে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক। পরে শহীদ চৌধুরী দ্বীপ ট্রাইব্যুনালের ঐ আদেশের বিরুদ্ধে হাইর্কোটে আপীল করেন। এ বছর গত ১৩ ই ফেব্রুয়ারী হাইর্কোট আপীল খারিজ করে নিম্ন আদালতের আদেশ বহাল রেখে তাঁর শপথের অনুমতি দেন।

এর প্রেক্ষিতে রংপুরের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের প্রতিস্থাপিত চেয়ারম্যান হিসেবে এডভোকেট সামসুল হুদাকে শপথ গ্রহন করানো হয়। শপথ গ্রহন শেষে এডভোকেট সামসুল হুদা মহান আল্লাহ রাব্বুল আলঅমীনের দরবারে শুকুরিয়া জ্ঞাপন করেন। সেই সাথে বড়বিল ইউনিয়নের জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শপথ গ্রহন অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর আমীর উপাধাক্ষ মাওলানা এটিএম আজম খান, জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, রংপুর মহানগর সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, মহানগর পরশুরাম থানা আমীর এডভোকেট মাহবুব আলম, গঙ্গাচড়া উপজেলা আমীর মাওলানা নায়েবুজ্জামান, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, বড়বিল ইউনিয়ন আমীর মাওলানা সোহাগ রহমান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।