বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলাকারী মূল আসামীসহ কিশোর গ্যাংয়ের ৬ সন্ত্রাসীকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। গত রাতে একাধিক গোয়েন্দা দলের অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি বার্মিজ চাকু, মোবাইল ফোন ও মোটর সাইকেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, গতকাল বিকেলে শহরের জলেশ্বরীতলায় জেলখানা মোড়ে অবস্থিত ফ্রেস জুস বারের সামনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি ও মাছরাঙা টেলিভিশনের বগুড়া প্রতিনিধি খোরশেদ আলম এবং অনলাইন পোর্টাল বগুড়া লাইভের স্টাফ করেসপন্ডেন্ট আসাফুদ্দৌলা নিয়ন ও তাদের সঙ্গে থাকা তৌফিকুল ইসলাম নামের একজনকে একদল সন্ত্রাসী মারপিট করে। ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশের একাধিক টীম আসামীদের গ্রেফতারে অভিযান শুরু করে।

সোমবার রাত ১১টার পরে ঘটনার মূল আসামী নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার রাকিবুল ইসলাম রাকিব (২২) কে শহরের গন্ডগ্রাম থেকে গ্রেফতার করে।

এ সময় তার সাথে থাকা অন্যান্য সহযোগী হাবিবুর রহমান রকি (২৫), তারিকুল ইসলাম (২২), জিসান খান (২১), জিহাদ (২০), টুটুল (২০) কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি বার্মিজ চাকু, ২টি মোটর সাইকেল, ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, ‘গ্রেফতারকৃত রাকিবুল ইসলাম রাকিবের বিরুদ্ধে হত্যা, মাদকসহ ২টি মামলা এবং হাবিবুর রহমান রকির বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, হত্যা চেষ্টা, মাদক আইনে ৬টি মামলা আদালতে বিচারাধীন।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মারপিটের ঘটনায় বগুড়া সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। হামলায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।’