গণপুর্ত অধিদপ্তর রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল খায়েরেরর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুনীতির অভিযোগের তদন্তে এসে গতকাল রোববার রহস্যজনক ভাবে নিরবেই তা সম্পন্ন করা হয়েছে। এ ব্যাপারে তদন্তকারী দল অভিযোগকারী ভুক্তভোগীর কোন বক্তব্য নেয়নি বলে অভিযোগ করা হয়েছে।
উল্লেখ্য, গণপুর্ত অধিদপ্তর রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল খায়েরেরর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুনীতির অভিযোগের ব্যাপারে কয়েকেটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ ব্যাপারে গণপুর্ত অধিদপ্তর প্রধান কার্যালয় থেকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী শফিকুল ইসলামের নেতৃত্বে একটি তদন্তকারী দল গতকাল রোববার রংপুরে এসে কেবলমাত্র রংপুর বিভাগের ৮ জেলার নির্বাহী প্রকৌশলীদের নিয়ে পক্ষপাত মুলক রুদ্ধদ্বার সভা করে। তবে এ ব্যাপারে তদন্তকারী দল অভিযোগকারী ভুক্তভোগীর কোন বক্তব্য নেয়নি বলে সাংবাদিকদের নিকট অভিযোগ করা হয়েছে।
গণপুর্ত অধিদপ্তর প্রধান কার্যালয়ের তদন্তকারী দলের তদন্ত চলাকালীন তাঁর কতিপয় আস্থাভাজন ঠিকাদার এবং তাদের বহিরাগত সন্ত্রাসীদের রহস্যজনক ভাবে ঐ এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর টহল দলকেও দেখা গেছে।
অভিযোগ রয়েছে, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল খায়ের রংপুর জোনে যোগদানের পর থেকেই রংপুর বিভাগের ৮ জেলার বড় প্রকল্প সমুহ তার আস্থাভাজন ঠিকাদারদের মধ্যে ভাগ করে দেন। এ ব্যাপারে তিনি কোন নিয়মের তোয়াক্কা করেন না। এভাবে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। নিরবে দুনীর্তির তদন্ত করার ব্যাপারে সাংবাদিকরা তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত প্রধান প্রকৌশলী শফিকুল ইসলামের দৃষ্টি আকর্ষন করলে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান।