ভোলা সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ভোলায় উপশাখা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, অতীতের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তার বিচার দেশের জনগণের সামনে হওয়া উচিত।

সম্মেলনে তিনি দাবি করেন, “শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে। তার ফাঁসির রায় হয়েছে। আমরা মনে করি তাকে কয়েক হাজার বার ফাঁসি দিলেও এই গণহত্যার বিচার শেষ হবে না।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে মানুষকে হত্যা করে লাশের উপর পৈশাচিকভাবে ফুর্তি করা হয়েছে। সেই হাসিনাকে আবার আমাদের বন্ধুপ্রতিম একটি রাষ্ট্র নিরাপদে থাকার ব্যবস্থা করে দিয়েছে। বন্ধু হতে হলে বন্ধুত্বসুলভ আচরণ করতে হবে।”

জাহিদুল ইসলাম দাবি করেন, বাংলাদেশের জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণের স্বার্থে অভিযুক্ত ব্যক্তিকে দেশের হাতে তুলে দেওয়া উচিত।

সভাপতিত্ব করেন শিবিরের ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন এবং সঞ্চালনা করেন শহর সেক্রেটারি হাসনাইন আহমেদ।

বক্তব্য রাখেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা আমীর মাস্টার জাকির হোসাইন, জেলা নায়েবে আমীর ও ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ রাফি, ভোলা সদর উপজেলা আমীর মাওলানা কামাল হোসাইন, ভোলা পৌর আমীর জামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রহমতুল্লাহ সেলিম ও ছাত্রশিবির পটুয়াখালী জেলা সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের।

নেতৃবৃন্দ দাবি করেন, ন্যায়বিচার ও রাজনৈতিক অধিকারের প্রশ্নে দেশব্যাপী আন্দোলন আরও জোরদার হবে।