নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : আসন্ন পবিত্র ঈদুল আযহার কুরবানির গবাদি পশুতে হরমোন অপপ্রয়োগের কুফল এবং চামড়া সঠিকভাবে আহরণ ও সংরক্ষণের বিষয়ে ঢাকার নবাবগঞ্জে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সভা কক্ষে এ মতবিনিময় করা হয়।
সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ইমাম, ১৪টি ইউনিয়নের গরুর খামারি, প্রাণিসম্পদ ওষুধ বিক্রেতা প্রতিনিধি, ওষুধ বিক্রেতা, কসাই, গো খাদ্য বিক্রেতা, সংবাদকর্মীসহ অংশীজনরা এতে অংশগ্রহণ করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারহানা জাহান এতে সভাপতিত্ব করেন।
সভায়, কুরবানির গবাদি পশুতে হরমোন অপপ্রয়োগের কুফল সম্পর্কে সচেতন হতে আহ্বান জানান বক্তারা। তাছাড়া চামড়া সংরক্ষণের বিষয়ে আলোচনা করা হয়।
উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সামেদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আফরোজা সুলতানা, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল লতিফ, প্রাণিসম্পদ সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ সহকারী মো. লিটন মিয়া, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কমিউনিটি সুপারভাইজার মো. আরিফ রাব্বানী, সংবাদকর্মী বিপ্লব ঘোষ, থানা মসজিদের খতিব মো. সিরাজুল ইসলাম, এআইটি আব্দুর রহমান, উপজেলা ভেটেরিনারি ওষুধ প্রতিনিধি সভাপতি শাখাওয়াত হোসেন, ওষুধ বিক্রেতা মো. হানিফ, কসাই মো. তছের প্রমুখ।