রংপুর নগরীর রর্বাটসনগঞ্জ পাটবাড়ী থেকে উত্তর আশরতপুর মাহিগঞ্জ সংযোগ সড়কের কেডি ক্যানেলের উপর সেতুটি বিপজ্জনক হয়ে পড়েছে।

উল্লেখ্য, রংপুর নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের নূরপুর, মহাদেবপুর, রর্বাটসনগঞ্জ, মন্ডলপাড়া, পাটবাড়ী হয়ে উত্তর আশরতপুর জবাইখানার পাশ দিয়ে আর কে রোড, তালতলা মসজিদ, পুড়াতন পাবলিক লাইব্রেরী, মাহিগঞ্জ গামী সংক্ষিপ্ত সংযোগ সড়কের কেডি ক্যানেলের উপর সেতুটি প্রায় এক দশক পুর্বে রংপুর সিটি কর্পোরেশন প্রকৌশল বিভাগে নির্মাণ করে। দুর্বল নির্মাণশৈলী এবং বয়সের সন্ধিক্ষণে বর্তমানে সেতুটির উভয় পার্শ্বের রেলিং ভেঙে পড়ে এটি এখন ঝুঁকিপূর্ণ এবং ভয়ানক বিপদজ্জনক হয়ে পড়েছে। সেতুর বুক চিরে তৈরি হয়েছে ভঙ্গুর খানা খন্দক। ফলে হালকা যান-বাহনও স্বভাবিক চলাচলে প্রতিবন্ধক সৃষ্টি হয়।

এলাকাবাসী এবং পার্শ্ববর্তী কয়েকটি পাড়ার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নিরিবিলি এই পথে সেতুটি পারাপার হয়ে থাকে। ঝুঁকিপূর্ণ এবং ভয়ানক বিপজ্জনক হয়ে পড়া এই সেতুটির সংস্কার কিংবা পুনঃনির্মাণে রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের যেন তেমন কোন গরজ নেই। অবিলম্বে সেতুটির সংস্কার কিংবা পুনঃনির্মাণের জন্য জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।