মান্দা (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মান্দায় মাধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘প্রতিভার খোঁজে ২০২৫’ পরীক্ষা। শনিবার (১৫ নভেম্বর ) সকাল ১০ টায় মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতি, মান্দা উপজেলা শাখার আয়োজনে এ মেধা যাচাই পরীক্ষা আয়োজন করা হয়। অনুষ্ঠানের মঞ্চে টানানো ব্যানারে ‘জীবনের জন্য চাই সুস্থতা, সমাজ বিনির্মাণে সততা’ এবং ‘তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার পূর্বশর্ত’ শ্লোগান ধারণ করে ৩০ মিনিটের পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু। তিনি বলেন, “শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিকতা ও দক্ষতা অর্জনের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। ভবিষ্যৎ সমাজ নির্মাণে তরুণ প্রজন্মই হবে মুখ্য শক্তি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি মান্দা শাখার আহ্বায়ক সদেরুল ইসলাম, বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি এরফান আলী মিয়া, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেনুর বেগম, চক কালিকাপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মামুনুর রশীদ, কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছার রহমান, ফতেপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক তাজেবুল ইসলাম প্রমুখ।

আয়োজক সূত্রে জানা গেছে, ‘প্রতিভার খোঁজে ২০২৫’ পরীক্ষায় মোট ৩৭১ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় সেরা তেরো জনকে সম্মাননা ক্রেস্ট, বই ও কলম প্রদান করা হয়।