মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লা নোয়াখালী সড়কের মনোহরগঞ্জের খিলা রেল গেইটে ঢাকা নোয়াখালী রুটে চলাচলকারী নিলাচল বাসের চাপায় অটো চালকসহ দুইজন নিহত হয়েছে। সম্প্রতি নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা নিলাচল সার্ভিসের ঢাকা মেট্রো ব ১৫-৯০৯১ বাসটি মনোহরগঞ্জের খিলা বাজারের দক্ষিণ পাশে রেল গেইটের কাছাকাছি একটি অটোকে চাপা দেয়। বাস চাপায় অটোযাত্রী সাতেস্বর গ্রামের শাহআলম (৬০) তাৎক্ষণিক মারা যান। এসময় বান্দুয়াইন গ্রামের সফিকুর রহমান (৬০) তার ছেলে অটোচালক বাদল (১৮) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বাদল মারা যান। এবিষয়ে লাকসাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আদিলুর রহমান বলেন দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
গ্রাম-গঞ্জ-শহর
অটো চালকসহ দু’জন নিহত
কুমিল্লা নোয়াখালী সড়কের মনোহরগঞ্জের খিলা রেল গেইটে ঢাকা নোয়াখালী রুটে চলাচলকারী নিলাচল