শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন (এনবিএ) ও দ্যা ইয়ুথ রেজোন্যান্স-এর যৌথ আয়োজনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার রাত ১০টায় আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকার ফুটপাতে বসবাসকারী ভাসমান মানুষ, অস্থায়ী ছাপড়া ঘরে থাকা অসহায় পরিবার, রিকশাচালক, কুলহীন ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। তীব্র শীতে খোলা আকাশের নিচে বসবাসরত মানুষদের কষ্ট লাঘব করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সহযোগিতায় সংগৃহীত শীতবস্ত্রগুলো আগেই বাছাই ও শ্রেণিবিন্যাস করে বিতরণ করা হয়েছে, যাতে প্রকৃত উপকারভোগীরা যথাযথ সহায়তা পান। এতে মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচিটি ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন (এনবিএ)–এর প্রধান নির্বাহী তামজিদ মাহমুদ সিয়াম এবং দ্যা ইয়ুথ রেজোন্যান্স-এর সিইও যায়িদ রুসাফী-এর যৌথ পরিচালনায় সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকরা জানান, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আয়োজকরা ভবিষ্যতেও শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
এই উদ্যোগের মাধ্যমে শীত মৌসুমে প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর একটি কার্যকর ও মানবিক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।