সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৭০ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তা এবং ৫০ জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করেছে বশির উদ্দিন ফাউন্ডেশন।
মঙ্গলবার (১৩জানুয়ারি) দুপুরে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের হল কক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক সেমিনার ও সহায়তা বিতরণ অনুষ্ঠানে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক মো. তাজুদ আলীর সভাপতিত্বে এবং প্রভাষক মোস্তাহার মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বশির উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক,গাজীনগর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মো. ছফির উদ্দিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বশির উদ্দিন ফাউন্ডেশনের সদস্য জিয়া উদ্দিন,মধুপুর মানবসেবা পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক মো. নেজাবুল ইসলাম,গাজীনগর গ্রামের তরুণ সমাজসেবক জিয়াউর রহমান,এইচ,এম শামসুর নুর ও প্রভাষক সেলিম আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বশির উদ্দিন ফাউন্ডেশনের অর্থায়নে ৭০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।পাশাপাশি ৫০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।