বাগমারা (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার অচেতন অবস্থায় উদ্ধার করে বাগমারা হাসপাতালে নেয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। নিহত ওই শিশুর নাম রুহি হোসেন (৩)। সে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেউলা গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সকালের পর শিশু রুহি হোসেন নিখোঁজ হয়। পরে শিশুকে আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে কোথাও পাওয়া না গেলে বেলা ১১টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় নেমে লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক শিশুটির মৃত বলে জানায়। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।