মাগুরা সংবাদাতা : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পরিচালিত ”খবর মহম্মদপুর” নামের আলোচিত-সমালোচিত একটি ফেসবুক ফেক আইডির বিরুদ্ধে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে মাগুরা মহম্মদপুর থেকে শিক্ষকসহ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, মহম্মদপুর উপজেলা সদরের মো: তানভির রহমান রাজু, জান্নাতুল ফেরদৌস টুকটুকি, মো: আনোয়ার হোসেন শাহীন ও মো: শিমুল মিয়া।
গত বুধবার (২৭ আগস্ট) দুপুর থেকে বিকাল পর্যন্ত ঢাকার এডিসি সাইবার ক্রাইম দক্ষিন এর নির্দেশনায় ঢাকা ডিবির সহকারী পুলিশ সুপার খান মাহামুদুল হাসানের নেতৃত্বে দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হন। আটককৃতদের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে ফেক আইডি পরিচালনা, ভুয়া তথ্য প্রচার, ভয় দেখিয়ে অর্থ আদায় এবং মানহানিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগ পাওয়া যায় বলে জানান ডিবি পুলিশ।
জানা যায়, ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি “খবর মহম্মদপুর” নামে এই ফেক আইডিটি খোলা হয়। খোলার পর থেকেই স্থানীয় রাজনীতিবিদ, বিভিন্ন পেশাজীবী, মহম্মদপুর প্রেসক্লাবের সদস্য, এমনকি স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধেও নানা বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়া শুরু হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে গোপন ভিডিও বানানো, অশ্লীল ও নগ্ন ছবি সম্পাদনা করে প্রকাশ করা এবং ব্যক্তিগত শত্রুতার জেরে যেকোনো ব্যক্তিকে অপকর্মে জড়িত দেখানো ছিল এ চক্রের নিয়মিত কৌশল। এসব অপপ্রচারের ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে একাধিক বিকাশ নম্বর ব্যবহার করে হাতিয়ে নেওয়া হয় বিপুল অর্থ। পুলিশ তথ্যে তদন্তে জানা গেছে, এ পর্যন্ত ৫০ টির ও বেশি সিমকার্ড ও মোবাইল নম্বর ব্যবহার করে প্রায় ব্লাকমেইল করে বিভিন্ন লোকের কাছ থেকে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে ওই চক্রটি।